আর কি বলি হে প্রিয়া তোমায়,
অনেক তো হলো দেন দরবার,
অনেক তো হলো মান অভিমান আর কান্না হাসি,
কথার মারপ্যাঁচে অনেক তো জল গড়ালো,
কথার যুদ্ধে কতোই না বিধ্বস্ত হতে হলো,
কথা যতটুকু হয় তার অধিক হয় কথাহীন ব্যথা।
আর কি বলি হে প্রিয়া তোমায়,
কতোনা প্রতীক্ষায় কাটে ঠোঁটের ছোঁয়া চায়ের কাপে, অর্ধেক চায়ে চুমুক দেয়ার,
রাত শেষ হয়ে ভোর হয় তবুও হয়না শেষ তোমার আমার উচ্ছ্বাস!
মুঠোফোনের দম বন্ধ হয় তবুও যেন রয়ে যায় আমাদের কী যে বলতে না পারার আকাঙ্ক্ষা।
আর কি বলি হে প্রিয়া তোমায়,
মান অভিমানে রাত দিন ফ্যাকাশেই কেটে যায়,
কল্পনায় যতটুকু কাছে আসা হয়, তার চেয়ে ঢের বেশি দূরেই থাকা হয়,
স্মৃতিগুলো যতটুকু জমা হয় তার চেয়ে বেশী স্মৃতি রোমান্থন হয়,
আবেগ যখন উচ্ছ্বাসে হৃদপিন্ডে ভর করে
হৃদপিন্ড তখন স্তব্ধ হয়ে রয়।
আর কি বলি হে প্রিয়া তোমায়,
লোকে যারে প্রেম বলে আমি বলি সাধনা,
তুমি যারে বলো নিছকই তামাশা
আমি বলি তারে মনের নিকষিত ভালোবাসা।
আর কি বলি হে প্রিয়া তোমায়,
চলো আজ না হয় সব ভুলে
চোখে রাখি চোখ, হাতে রাখি হাত।
গভীর আলিঙ্গনের স্পর্শতায় বিমোহিত হই,
বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে হই,
এসো আজ না হয় দুজনে আগুনে পুড়ে পুড়ে ভস্ম হই,
এসো আজ না হয় দুজনে উষ্ণতা ছড়াই।