কথা ছিল
কাছাকাছি নাই বা থাকি
দূরে থেকেই থাকবো আপন
সুন্দর এই পৃথিবীতে করবো যাপন।

কথা ছিল
মিছে ভুল বুঝাবুঝিতে
হবেনা কভু অবসান
সুন্দর সম্পর্ক থাকবে দু'জনের অম্লান।

কথা ছিল
প্রেম না হোক
অমলিন বন্ধুত্বের বন্ধনে
পূর্ণতা পাবে আমাদের জীবন।

অথচ ;
অল্প ক'দিনে
কোন অভিমানে
আমার ভুবন শূন্য করে চলে গেলে
আমায় দিয়ে বেদনার বিষাক্ত দহন।