কেন এসেছিলে তুমি?
দমকা হাওয়া হয়ে আমায় তছনছ করতে,
কেন এসেছিলে তুমি?
বৃষ্টি হয়ে আমার সারা শরীর ভিজিয়ে দিতে,
কেন এসেছিলে তুমি?
প্লাবন হয়ে আমার শেষ আশ্রয় টুকু ভাসিয়ে নিতে,
কেন এসেছিলে তুমি?
টর্নেডো হয়ে আমার সাজানো পৃথিবী ছিন্নভিন্ন করতে,
কেন এসেছিলে তুমি?
ভূমিকম্প হয়ে আমার গোছানো অট্টালিকা ধ্বংসস্তুপে পরিণত করতে,
কেন এসেছিলে তুমি?
ফুলের সৌরভ ছড়ায়ে কাটার আঘাতে জর্জরিত করতে,
কেন এসেছিলে তুমি?
স্বপ্নহীনকে স্বপ্ন দেখিয়ে নিঃস্ব করতে,
কেন এসেছিলে তুমি?
আমাকে এভাবে যন্ত্রণার সাগরে একা ফেলে চলে যেতে,
কেন এসেছিলে তুমি?