ক্লান্তিহীন বিরহী এই দীর্ঘ পথ,
পাড়ি দেব আমি বুকে নিয়ে তিক্ত ক্ষত।
সকলেই অনায়াসে হেঁটে যায় ফুল ছিটানো পথে,
আমি না হয় হেঁটে যাবো কণ্টকাকীর্ণ এই পথে।
আমার যাবার তো আর কোন পথ নেই,
আমার পথ যে এসে থেমে গেছে তোমার পথেই।  
এই পথেই আমি আশা খুঁজি,
এই পথেই খুঁজি ভালোবাসা।