ক্ষণিকের ভুলে,
মাসুল দিচ্ছি গুনে গুনে।
পাপ জেনেও করেছি পাপ,
তাইতো সহসা পাচ্ছিনা মাফ ।
তুমি যে দয়াময় দয়ালু,
ক্ষমা করে দেখাও পথের আলো।
আমি যে পাপী, আমি যে গুনাহগার,
চাই কৃপা প্রভু তোমার।
তুমি যে রহিম, তুমি যে রহমান,
তুমিই পারো ক্ষমা করে,
আবার দিতে নতুন জীবন দান।
ক্ষমা চেয়ে প্রার্থনায় অবিরত
ফেলছি চোখের জল,
আমার এই মোনাজাত খোদা তুমি করো কবুল।