দিতে পারিনি রক্তে কেনা লাল সবুজের পতাকার দাম,
ধরে রাখতে পারিনি স্বাধীন বাংলার মান।
পুরনো শকুন খোলস পাল্টে নতুন করে খামচে ধরেছে লাল সবুজের পতাকা।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির গায়ে আজ রাজাকার তকমা,
আর রাজাকাররা আজ দেশপ্রেমিক সেজে স্বাধীন বাংলায় দম্ভ করে ঘুরে বেড়ায়।
ক্ষমা করো আমাদের,
হে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ।