জীবনের বাঁকে বাঁকে
কণ্টকাকীর্ণ পথে ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে,
এখন আমি বুঝে গেছি জীবনের মানে।
ব্যর্থ জীবনে কেউ পাশে থাকে না,কেউ না!
সফল হলেই এই জীবনের সব অর্জনের সবাই ভাগিদার।
হোক সেটা সমাজ কিংবা পরিবার।
জীবনের হতাশার গল্প আর কাউকে শুনাইনা,কেউ শুনতেও আগ্রহী হয়না।
সফল হলেই বসন্তের পাখির মতো সবাই চার পাশে ভীড় করে।
প্রশংসায় মেতে উঠে!
হায় জীবন! অদ্ভুত মানুষের আচরণ!
এক পাহাড় কষ্ট বুকে নিয়ে অন্ধকার ঘরে কতো দিন যে পড়ে ছিলাম,
পাশে এসে দাঁড়ায়নি কেউ,নেয়নি কোন খুঁজ।
হতাশা আর কষ্টের লাগাম টেনে ধরে শক্ত হয়ে দাঁড়ালাম জীবন যুদ্ধে,
ভাগ্যের আকাশ থেকে কালো মেঘ ধীরে ধীরে সরে গেলো,
পায়ের নিচের মাটি শক্ত হলো,
এখন আমার চারপাশ আলোকিত,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে আমার জীবন এখন মুখরিত।
সময়ের যাতাকলে আমার দেখা হয়ে গেছে,
জীবন মুদ্রার এপিঠ ওপিঠ,
এখন আমার হাসির আড়ালে যে কষ্ট লুক্কায়িত তা বুঝতে দেইনা কাউকে,
সুখ স্বাচ্ছন্দ ভাগাভাগি করি সবার সাথে, কষ্টগুলো থাকে বুকের বা'পাশে একান্তই আমার হয়ে।
===================================
উৎসর্গ ঃ কবি অবিরুদ্ধ মাহমুদ
কয় দিন ধরে দুঃখ কষ্ট আমার সাথে আঁতাত করেছে, তাই কষ্টগুলো নিয়ে কবিতা লিখবো এই সব মাথায় খেলা করছিল, মোটামুটি কবিতাটিও রেডি করছিলাম,আসরের সম্মানিত কবি অবিরুদ্ধ মাহমুদের "দুঃখ এবং কবি" কবিতা পাঠ করে আমার ভাবনার সাথে মিল খুঁজে পেলাম। তাই, আমার আজকের কবিতা "জীবন মুদ্রার এপিঠ ওপিঠ" কবিতাটি প্রিয় কবি অবিরুদ্ধ মাহমুদকেই উৎসর্গ করলাম।
===================================