আমার জীবন ছিল একদিন !
শীতের সকালের মতো আলো ঝলমলে,
পাহাড়ের বুকে অবিরাম বহে চলা ঝর্ণাধারার মতো,
আপন গতিতে ছুটে চলা স্রোতস্বিনী নদীর মতো,
ফসলের মাঠে সোনালী ধানের শীষে ঝলমল করা কৃষকের অনাবিল হাসির মতো।
রঙিন ঘুড়ি উড়তো আমার আকাশে,
কোলাহলপূর্ণ পরিবেশে মত্ত থাকতো সবাই আমাকে নিয়ে,
স্বজন পরিজন বন্ধু বান্ধবের চোখের মণি ছিলাম আমি,
রুদ্রে ছায়া,বৃষ্টিতে ছাতা ছিলাম সবার ,
আমাকে নিয়েই আবর্তিত ছিল তাদের স্বপ্নের সমাহার ।
উত্থান পতনের এই দুনিয়ায়
আচমকা দমকা হাওয়ায়,
যেই না আমার জীবন ঘুড়ি
আছড়ে পড়লো মাঝ দরিয়ায়,
চলে গেলো সব, যে যার মতো,
শুধু রয়ে গেলো আমার বুকের জমিনে দুঃসহ যন্ত্রণার ক্ষত।
অসময়ে এসে আজ উপলব্ধি হয়,
স্বার্থের দুনিয়ায় আমি কারো
প্রিয়জন নয়,ছিলাম শুধুই প্রয়োজন।