নিস্তব্ধ রাতের সুনসান নীরবতায়,
জ্বলন্ত হৃদয় ছারখার অস্থির ব্যকুলতায়।
বিরহের আগুনে প্রতিনিয়ত পুড়ছে হৃদয়,
অনুভূতির নেই তবুও লেশমাত্র ক্ষয়।
অ'কারণে টানলে সম্পর্কের ইতি,
মুছতে পারবে কী মনে জমা স্মৃতি।
তুমি হয়তো সহজেই গিয়েছো ভুলে আমায়,
কী করে ভুলবো বলো আমি তোমায়।
সম্পর্ক ভাঙলে আর লাগেনা জোড়া,
এই ধরনীতে আমি এক কপাল পোড়া।
ভালোবাসার ত্রি-সীমানায় আর যেতে চায়না মন,
তবুও এই ভালোবাসাই করেছে আমায় হনন।