দুনিয়ার মায়াবী মোহে
লোভ আর লালসায়
হারিয়েছি অনেক কিছু।

ধন সম্পদ ইজ্জত
সেগুলোরও করতে পারিনি হেফাজত।

একে একে হারিয়েছি সব
নীতি নৈতিকতা বিবেক,
এর চেয়ে বড় আর কী আছে হারাবার
হারাবার আর কোন ভয় নেই আমার।