ফুল হয়ে এসে
সুবাস ছড়িয়েছিলে
আমার ভুবনে !

কাঁটা হয়ে চলে গেলে
রক্তাক্ত করে
আমার দেহমনে !