স্পষ্ট করেই দিয়েছো হৃদয়ের কথা,
বলেই দিয়েছো "ভালোবাসো না"
তারপর তো আর বলার কিছুই থাকে না,
তবুও আমি পড়েই রই,
কোন মোহে !
কোন মায়ায়!
ত্যক্ত বিরক্ত বিব্রত করার তো আর কোন মানেই নেই।
এখন উত্তক্ত করা মানেই তো অপরাধ করা,
ভালোবেসে অপরাধী হতে চাই না।
ভালোবাসা থাকুক নীরবে নিভৃতে হৃদয়ে।
অবশেষে হৃদয়ের সাথে বিবাদে জড়িয়ে,
অসহায়ের মতো হাঁটি হাঁটি পা পা করে,
আমি নিঃশব্দে নিভৃতে চলে যাই,
তোমার হৃদয়ের আঙিনা থেকে
দূর আকাশের তারার দিকে
পরাজিত প্রেমিকের বেশে।
ক্ষয়ে ক্ষয়ে নিঃশ্বেস হয়ে যাবো,
তবু ফের আসবো না এই আঙিনায়।
স্মৃতি গুলো জানি বারে বারে কাঁদাবে আমায়,
তবুও তো জানি চলে যেতে হবে দূর সীমানায়
পরাজিত প্রেমিকের বেশে।
অজস্র কথার মহামায়ায়,
জানি আমায় আপ্লূত করবে নীরালায়,
রাগ অনুরাগের ক্ষণগুলো,
তিলে তিলে হৃদয়ে দিবে দোলা,
তবুও জানি ফেরা হবেনা আমার
এই হৃদয়ের আঙিনায়।
অবিরত চলতে হবে পথে পথে,
ভালোবাসা বুক পকেটে রেখে,
পরাজিত প্রেমিকের বেশে।
আমি অসহায় বড়ো অসহায়,
ভুলতে চাইলেই তোমায়
এই হৃদয় ক্ষয়ে ক্ষয়ে যায়,
তারপরও ভুলতে হবে তোমায়
তারপরও ভালোবাসি তোমায়।