রিমঝিম বৃষ্টির দিনে
আকুল হৃদয় ব্যাকুল হয়ে
ভিজতে চায় তোমার সনে।
পূর্ণিমা রাতে
জ্যোৎস্না দেখতে মন চায়
তোমার হাতে হাত রেখে এক সাথে।
চৈত্রের খরতাপে
উদাসি মন চায়
সমুদ্র স্নান তোমার সাথে হৃদয়ের উত্তাপে।
শীতের উষ্ণতায়
নকশি কাঁথায়
জড়িয়ে থাকতে এই মন চায় দুজনায়।
রাতের নীরবতায়
তোমার চোখে চোখ রেখে
হারিয়ে যেতে মন চায় দূর অজানায়।