সুসময়ে ভাবিনি কখনো আসতে পারে জীবনে দুঃসময়,
উড়ছিলাম নীল আকাশে মুক্ত পাখির ন্যায়,
চারদিকে তাকিয়ে যা কিছু দেখেছিলাম,
সবই ছিল সুন্দর আলো ঝলমলে,
মত্ত ছিলাম জীবন উপভোগে।
জীবনের প্রতিটি ক্ষণে,
জীবনকে বিলীয়ে দিয়েছিলাম
স্বজন পরিজন বন্ধু বান্ধবের সংকটে।
নিজেকে খুঁজিনি,নিজেকে ভাবিনি,
নিজেকে মনে হয়েছিল রঙিন পৃথিবীর রাজপুত্র !
অপ্রত্যাশিত ভাবে যখন নেমে এলো,
আমার জীবনে ঘোর অমানিশা,
থেমে গেলো আলোর ঝলকানি,
দিশেহারা হয়ে ডানে বামে খুঁজি
দেখি সব দিকেই শূন্য, চারিদিকে অন্ধকার !
স্বজন পরিজন বন্ধু বান্ধব
কেউ নেই আজ পাশে।
দুঃখগুলো এখন একান্তই আমার,
দুঃখগুলো অব্যাহত ভাবে ঘিরে রেখেছে আমায়।
যতোবার দুঃখের শৃংখল ভাঙতে চেয়েছি,
ততোবার দুঃখগুলো অধিক শক্তিধর হয়ে
মুষড়ে দিয়েছে আমায়।