তোমার প্রেমের বলে লোভে পড়ে
মারতে গিয়ে ছক্কা,
ভাবিনি আমি আমায় তুমি এভাবে বানাবে বোকা,
জারিজুরি দেখিয়েও হলো না শেষ রক্ষা।
অবশেষে, বুঝলাম আমি প্রেমের মাঠে তুমি বড়ই পাক্কা।