অতীত ; তোমার অনেক সমৃদ্ধ,
চড়াই উৎরাই পার করে, করেছো নিজেকে পরিশুদ্ধ।
সমাজে রেখেছো প্রতিনিয়ত অবদান,
বিনিময়ে অর্জন করেছো তুমি মান সম্মান।
বর্তমান ; ভয়ানক এক চ্যালেঞ্জের নাম,
অতীতের সফলতার দেয় না কেউ দাম।
ধরে রাখতে যদি না পারো অতীতের মান,
বর্তমান দিবে না তোমাকে সেই প্রতিদান।
যদি না থাকে অর্থ প্রভাব প্রতিপত্তি শান,
অতীতকে মনে রাখেনা বর্তমান।
বর্তমান যদি হয় হতাশার নাম,
বেঁচেও মরার মতো হবে সমাজে তোমার অবস্থান।