ওলট পালট করেছে সব কিছু,
হায়েনার দল নিয়েছে আবার পিছু।
সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি,
বানিয়েছে আজ তারা বধ্যভূমি।

রক্তে আবার জাগাতে হবে আগুন,
তবেই আসবে কাঙ্ক্ষিত  ফাগুন।
ভয়কে করতে হবে অদম্য জয়,
দেশ বাঁচাতে লড়তে হবে,ছাড়তে মৃত্যু ভয়।