খুঁজে খুঁজে আমি ব্যর্থ
অভিধানের সকল পাতা,
একটি শব্দও পাইনি খুঁজে
কিভাবে বুঝাবো তোমায়,
আমার মনের বিষম ব্যথা।