আমাদের সমাজের বিভেদের দেয়াল,
চীনের প্রাচীর থেকেও শক্ত!
রাজনৈতিক বিভেদ জঘন্য,
মতের অমিল হলেই রেষারেষিতে হন্য!
ভিলেজ পলিটিক্স সেটাতো আরও ঘৃণ্য!
তাদের আচার আচরণ এখনো মনে হয় বন্য!
ব্যবসায়ী বিভেদ যেন ক্যান্সারের মতন,
তাদের কাছে পণ্য মনে হয় ক্রেতা সাধারণ!
শিক্ষাই জাতির মেরুদণ্ড,
শিক্ষকরাই হলেন আমাদের গণ্যমান্য ,
তাঁদের মাঝেই লেগে থাকে সদা অন্তর্দ্বন্দ্ব!
সমাজের অনিয়ম আর অসংগতি
দূর করতে কবিরা কবিতায় আনেন গতি,
ক্ষোভ আর সাহসী লিখনিতে
ঘুনে ধরা সমাজে কবিদের কলমে ফুটে উঠে দৃঢ়তা,
তাঁরা অবিরাম লিখে যান প্রতিবাদী কবিতা।
কবিদের মধ্যে বৈরীতা নয়,
কবিরা হোক সম্প্রীতির আলোকবর্তিকা।
===============================
উৎসর্গ ঃ বাংলা কবিতা আসরের সম্মানিত সকল কবিদের।
===============================