দিন যায় রাত যায়,
অযাচিত চিন্তায় !
জীবন খাতার প্রতি পাতায়,
গল্প ভরা বেদনায়।
কী পেলাম, কী হারালাম,
হিসাবের তুলকালাম !
স্বার্থহীন যাপিত জীবনে,
ভাবিনি কখনো কী হবে পতনে।
দেয়ালে পিঠ গেছে ঠেঁকে,
আত্মবিশ্বাস গিয়েছে বেঁকে।
স্বজন পরিজন হয়েছে পর,
নিজের ছায়াও দেখতে লাগে ডর !
মচকে গিয়েছি বটে ভাঙবোনা সহজেই,
অন্ধকার ঘুচবেই সূর্য আবার উঠবেই,
অদম্য শক্তিতে শূন্য থেকে যাবো একশোতেই।