নীরব নিস্তব্ধ এই ক্ষণে,
কম্পন লেগেছে দেহ মনে।
চুপ থেকে লাভ কী বলো !
ভালোবাসাবাসিতে মেতে উঠি চলো।
হৃদয় হয়েছে ব্যাকুল,
তোমায় স্পর্শতার আকুল।
মন এখন ভীষণ উচাটন,
প্রাণে জেগেছে শিহরণ।
কাছে এসো বসো পাশে,
শিহরিত হই ভালোবেসে।
হৃদয় মোমের মতো গলে যাক,
আজ না হয় অন্য কথা থাক।