সারাটা রাত একটানা পড়ে যাচ্ছে পোকাটা
মনে হচ্ছে
ওর কোন জটিল পরীক্ষা
ওর পড়ার শব্দে আমার আর
ঘুম আসছেনা।
কেমন একটানা পড়ছে
নো দাইসেল্ফ নিজেকে চিন
আমি পড়া শুরু করলে
ও থেমে যাচ্ছে
আমার ভুল ধরার চেষ্টায় আছে।
কি বিজ্ঞ যেন পন্ডিত ব্যাক্তি
নিজেকে কি মনে কর
সক্রেটিস ,না নিউটন!
আবার দাত কেলিয়ে হাসছ!
যেন,
আমাকে নেড়ি কুত্তার মত
জন্ঞ্জাল মনে করছ?
দুম শব্দে ভাবনাটা শূন্যে মিলিয়ে গেল
চোখ মেলে দেখি
তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি
পরীক্ষার পূর্ব রাত বলে কথা।
মাথা জট পাকিয়ে ধরেছে
তাইতো,
এসব অদ্ভুত ভাবনা!
আবার শুরু হল
আমার পন্ডিত হওয়ার পালা
নো দাইসেল্ফ
নিজেকে চিন।