এই ফাগুনের হলুদ রাঙ্গা সন্ধ্যায়
আসছ তো তুমি?
অলস দুপুরের আড়মোড়া ভেঙ্গে
আসছ তো তুমি?
শহুরে সন্ধ্যাটা, লাজুক আলোর
মধ্যগলির সীমানা পেরিয়ে
না যায় হারিয়ে।
না যায় হারিয়ে~
অবাধ্য রোদের ভাড়াটে হাওয়ায়।
তোমার প্রসস্ত হৃদয়
সাঁতরে যদি ছড়িয়ে পড়ে শহরময়
তবেই তো ফাগুন আলো
ঝলসে উঠবে প্রকৃতি উঠানে।