বিলাসী হাওয়ার চাদরে
লতিফা ইয়াসমিন সুইটি
আড়ষ্ট রাতের বুক চিরে
ছুটে আসে নির্ঘুম ঠান্ডা হাওয়া
মধ্যলোকের কিনারা থৈ থৈ করছে
স্নেহহীন স্নেহের বন্যায়
আমি থেমে যাই দু চোখের আশা নিয়ে
থেমে যাই ঝাড়বাতির সন্ধ্যা দেখে।
কখনো বস্ত্রহীন শিশুর চাহুনী দেখে
শিউরে উঠে ভাবি
এ আমার অথর্ব সময় সত্তা।
কখনোবা অক্ষম সময়েরা মিউমিউ সরে
সটকে পড়ে লোমশ ওমে।
কি নির্মম বিলাসিতার চাদরে
ঢেকে থাকে পৃথিবীর সত্তা আমার।
মুখ ঢেকে রাখি মুখোশের আড়ালে।
কেন পারি না দিতে
ভালবাসার উষ্ণ হাওয়া।
****************