আমি সেদিনেরই অপেক্ষায় আছি
যেদিন মুষলধারায় বৃষ্টি হবে
রাজপথে কোথাও থাকবেনা
কোন প্রানের ছোঁয়া,
অসাঢ় পড়ে থাকবে যানবাহন
কেবল আমি ছুটব প্রকৃতির এদিক ওদিক
একটু নিজেকে ভেজাতে।
বস্তাপঁচা সময়ের সাথে ছুটছে
নিজের অঘোষিত মৃত আত্মা,
তাইতো প্রচন্ড বর্ষনে ধুয়ে যাক
অসুস্হ্য সময়।
মুছে যাক ডুকরে ওঠা কান্না সব
ভেসে যাক প্রবল জোয়ারে
অসীম সমুদ্রে।