হাজার স্বপ্নের মাঝেও
আমি দেখেছি একটি আকাশ,
দূর সমুদ্রে জলকেলি,
কখনোবা মনেহত হয়তো আমি
ভেসে যাব বিস্তৃর্ন জলরাশিতে।
নীরব মেঘ হয়ে কিংবা
বরষার কান্না হয়ে।
বিবর্ন সময় হয়ে যখন হাতছানি দিত
বুক পকেট টা হতাশায় হু হু করে উঠত।
তখন দূরের আকাশ থেকে
গোধূলী মেঘ আকড়ে ধরে
ছুটতাম তামাম বিশ্বলোক
ভাবতাম এইতো আমি
এইতো বেঁচে থাকা!
বিজয়ের নতুন আশা।