বৃষ্টিতে ভিজে জেলে-
মাছ ধরে কষ্টে-
টেনশনে থাকে তারা-
রাত জাগে কষ্টে-
সারারাত নৌকাতে-
ঢেউয়ের তালে-
জাল ফেলে মাছ ধরে-
জেলেদের দলে-
মাছ পেলে খুশি মনে-
ফিরে তারা তীরে-
সবাই তাকিয়ে দেখে-
স্বজন আমার কৈরে-
রোদ, বৃষ্টি, ঝড়, তুফান-
সব সহে নিয়ে-
কেউ কেউ যায় চলে-
দুনিয়া-টা ছেড়ে-
জানে না কোন জেলে-
আজ চলে গেলে-
কাল সকাল হবে কি-
তার জীবনে-
ছোট ছোট ছেলে মেয়ে-
ঘরে আছে বৌ-
সে চলে গেলে-
আর রবে না কেউ-
বাই