ভিন্নতা ও আকাশ


স্পর্শের ভিতরও আকাশ

সন্ধ্যাউর্বর বেদনার দহনে ভেঙেচুরে মূক অশ্রু
পদ্মপাতার জলে ফাঁকা মাঠের নিঃশব্দ  
                               ঝুঁকে পড়ছে আঁচল ---

সামান্য মাথা হেলিয়ে স্বপ্নের খোঁজ - প্রয়োজনে
তুমুল জড়িয়ে যাওয়া দখিনা চোখ
নিড়ানি টানতে টানতে রোমশ খড়কুটোয়
কান্নাগুলো বারবার প্রতীক্ষা
                          তিরতির নদীঘাট
                                   
বৈকালিক চেতনায় নিঃসম্বল একটা দুটো মেঘ
                            ফুটে উঠেছে সাদা পাতা
   
    সন্ন্যাস নেয় শঙ্খচিল