সলতে ও আর্তস্বর
মরা ঘাসের ছন্দে পতনশব্দ ভেসে আসে
তারই ধূসর আলপনায় এক আলতা পরা উঠোন
বিকেলের আলো ছুঁয়ে গেলে শিরীষডালে জেগে ওঠে চৈত্রমাস
সবুজ পাতার সাজে চঞ্চলতাগুলি জমানো
সলতের দিকে তাকিয়ে থাকে
কে দেবে পল্লবিত আগুন -
দিন রাত সমস্ত জন্ম পঙক্তি থেকে নদীটা দূরে
এঁকে দেয় বলিরেখা - কণ্ঠার হাড় বেরিয়ে পড়ে
আঁকা বাঁকা আলপথ থেকে বেরিয়ে আসে কামবনের ডাহুক
হাঁটো , শুধুই হাঁটো হে আর্তস্বর
এ তোমারই বেঁচে থাকার সাজানো সাজানো পথের দাগ -