পুকুরের রোদে
লক্ষ্মীকান্ত মণ্ডল
গুগলি ছাড়াতে ছাড়াতে রোদকে পোষ মানাতে শিখে গেছে
চম্পকী ঠাকুমা - কালো কুঁচকে যাওয়া পিঠের উন্মুক্তে
আব্রু খুঁজতে যেও না আর - ঝিঙেফুল দোলে পুকুরের রোদে -
আর বুকের ভেতর বেড়ে ওঠা মুক্তার সাদায় স্বপ্নযুদ্ধের আত্মপীড়ন,
পথ ঝাঁট দেওয়া ছায়া পড়ে জলে - আশঙ্কা ঘিরে ধরে ঠোঁটের কাঁপুনি,
এই মাটির যুবতি থেকে প্রচণ্ড জীবনের মহাবৃত্তে অবধারিত
এক নিরক্ষরেখায় --