নিশ্চিত শিহরণ এলে




সেই শব্দগুলি লেপটে যেতে থাকে দ্বিপ্রহরের দেয়ালে

নীল রঙে আঁকা শাঁখ অথবা বাঁশি ফ্যাকাসে হয়ে যায়

আমার কখনও দেয়াল ভালো লাগেনি

ফুল পাতা দিয়ে ঢাকা কাটফাটা ইজম এখন পথ খোঁজে

এ কারণেই দেবদূত বিরূপ হতে হতে ভুল ধরিয়ে দেন পুরোনো প্রার্থনার

বাগান পেরিয়ে রিফু করা জামায় কুণ্ডলী পাকায় ভাদরের রোদ-মেঘ

কোনো ভূমিকায় আছো তুমি, নিঝুম মুদ্রা

অনন্ত পর্যন্ত চলে যাওয়া আবছা নৌকা ক্রমাগত ডুবে যায়

আড়াল ভেঙে যেতে যেতে লিখতে থাকে চেতনা

কাঁপতে থাকে আলো

বাতাসের বুকে তখন মৌনস্পর্শের অন্তরাশ্রম