নীলিম
লক্ষ্মীকান্ত মণ্ডল

নদীর রাত ফিরে আসলেই জেগে ওঠে মহাকাশ
অনায়ত্ত গান ভেসে আসে সম্ভূতি কোমলতা থেকে
পরজন্মের কাছে হেঁটে যায় নীলিম আর পরম

এ দুয়ের ভিতর শূন্য এক চৌম্বক আবেশ
অনবরত খননে জাগে বিশুদ্ধ আবহরাগ
মেঘমালা নামে এবং নির্বাসিত পাখি উড়ে যায়

আলোর কোলাহল শেষে কয়েকটা ধাপ সিঁড়ি
যতই উঠছি নেমে যাচ্ছি আরও গভীরে
টনটন করা পেশিতে শুয়ে থাকার আর্তি

অসুস্থের ছায়া তবু জেগে থাকে সুস্থতার উপর