মায়া
নিজের ছায়া খুঁজি আর বাতাস এসে ঘেঁটে দেয়
যাবতীয় আলপথ, পাতা নড়ে জলের গভীরে --
তবু আটকে আছে সকাল থেকে দুপুর পেরোনো
শেওলার মাইগ্রেন --- বুঝতে পারি শূন্য থেকে
নেমে আসা আপাত নিষেকের নদী দাগ, ঢেউ নিয়ে
কচুরিপানা কাটছে যে জীবন - তার দুঃখ ভিজে যায়
কোমরে বাঁধা গামছায়- কত রোদ ভাসে পলকে পলকে,
পুকুর ও কালা জমির অক্ষরেখায় সেই শীত, শব্দ ভাসে,
ছটপটে ঝুমকো লতার শিহরণে শিস্ দেই
অথবা পর্ণমোচী, দিন ছোট হয়ে গেলেও স্রোত ভাঙে
এই শিকড়ের মেঘ রোদ মাটির উঠোনে --