মাধুরী
লক্ষ্মীকান্ত মণ্ডল
আমার সাথে সূর্যের কোনো ছবি নেই
তবু প্রতিদিন মুখোমুখি হই একে অপরের পূব দিকে
আকাশ পাখির হৃদয় ছুঁতে চাওয়া বাঁশ ডগার দিকে তাকাই
চোখে বাজে এক সমুদ্র উজ্জ্বল গোলক
উদাস তরঙ্গের কাছে বছরের পর বছর নিঃস্বতা ; শরীরে দগদগে বাঁশি
স্যাঁতস্যাঁতে ভেজা আকুলতায় কেলেঘাই নদীটি এগিয়ে যায় রাত সাজানো বলিরেখার দিকে
আশ্চর্য সন্তানেরা পরস্পরের দিকে তাকায় সুদূর , আমি জেগে থাকি বোলমুখ ডিঙিয়ে
সুরের আবাদ করা লিপ্ত জীবনে দীর্ঘ সর্পিল আলপথ , গাছপালার ভিতর দিয়ে
নিরেট নির্জন ; অনন্তপ্রহর
ঘসটানো প্রতিবিম্বের মাঝখান দিয়ে নিমগ্নতা এগিয়ে যায়
চূড়ান্ত স্পর্শের দিকে