কালকবিতা


কোন দিকে যেতে চায় যে ভাবনাগুলো
তার জন্য আমি আর সিঁড়ি ভাঙতে পারি না  
যদিও সারারাত গরম বাতাসের ছেঁকা খাওয়ার পর
আর কোন ঘাম নেই   -  নেই কোন কুয়াশা রং
বাহু কাঁপে ,  জানু কাঁপে , স্তরে স্তরে নেচে যায়
যত সব ইতর মন্থন  ; ওত পাতে প্রাণ
কেন যে পুবের হাওয়ায় ভাসে শিবচকের বিল
হয়তো বা অনেক  ক্লান্তিগুলি বিলিয়ে দিয়েছি হাওয়ায় -

বেরোবার জন্য দরজার কাছে দাঁড়ালেই
কদমফুলের গন্ধ ধেয়ে আসে  
সেখানে জমিয়ে রেখেছি তীক্ষ্ণ শালিকের ডাক
বুঁদ হয়ে থাকে  নদী, কড়িকাঠ
বিষাদের আলপথে মেঘ ভেসে এলে নিয়তি হবে কেন  -