জ্যোৎস্না পালক


প্রতিদিন একটা দরজার সামনে দাঁড়াই ,  
প্রতিদিনই রোদ বাতাস নদীর টান বইতে থাকে শিরায় শিরায়
আমার মগ্নতায় কোন ফাঁক থাকে না  
কি ভাবে প্রবেশ করবো যোগ বিয়োগের ক্রিয়া প্রতিক্রিয়ায়
আমাকেই প্রশ্ন করে জানা অজানার এই স্বপ্নপুরী
আর দরজার আলোগুলো নিভে যায়
এখন কোন নৌকা নেই  বর্ষার মাঝে
পকেটে যত নুড়িপাথর - সব অন্ধকার মেখে ভুলে যায় দিগন্তরেখা  
আমার সমস্ত সংযম চাঁদ হয়ে যায়
প্রার্থিত দিনমালায় পড়ে থাকে বিবর্তন ডানার  পালক  -