গগন মানে আকাশ নয়


সজনেপাতা পাড়ছে দোলনের মা,  হাতে জড়িয়ে থাকা
বাতাসকে কোমরে বেঁধে কুড়িয়ে নিচ্ছে সবুজ কাঁপনগুলি -
আঁকশিটা ঝুলছে প্রশাখার যন্ত্রণায় -
টালির ফাঁক দিয়ে বের হচ্ছে ধোঁয়া ; আর উত্তপ্ত কড়াইয়ের
শব্দে অঢেল তৃষ্ণা ; হাতের চুড়ির সুন্দরে সূর্য টুকরো টুকরো
ভেঙে যাচ্ছে মেঘের বাইরে , যদিও বিষ্ণুপুরের গভীরে জল আর
জলায় থৈ থৈ গগন -
গগন মানে আকাশ নাও হতে পারে,  দুপাশে জমিন অথবা
জলের পাড়ে কিছু রান্নার উপকরণ মাত্র
খিদেটা প্রকাশ করে না কখনো