একটি প্রকট নির্বাচিত বসন্ত
লক্ষ্মীকান্ত মণ্ডল
এক
রাস্তার মগ্নতা ভাঙছে কিছু আনকোরা স্নায়ুর কাঁপন
কী সকাল আর কী গোধূলি - সেখানে একগুচ্ছ পাঁজরের হৈ চৈ
বাঁকে বাঁকে পৎ পৎ উড়ছে অসহায় নক্সার বর্ণনা
চাপ চাপ রূপান্তর নিয়ে পরিধি ছিঁড়ে ফেলছে হাততালির লিঙ্গান্তর
খালের জলে কোমর ডুবিয়ে বেঁচে থাকা ভাঙা সাকোঁটি
নিঃস্বতা ভুলতে গরমজল ঠান্ডাজল ঢালতে থাকে থকথকে চিত্রনাট্যের উপর
দেখে নেয় গাছের গায়ে পঞ্চায়েতের লাগানো সংখ্যা
দুই
কয়েকটি পাখি বাসা বাঁধার জন্য আড়াল খুঁজে পরাণের ঘ্রাণে
ভাঙাচোরা ডালপালা আর ঠোঁটের সোহাগ নিয়ে বুনতে চায় রোদ্দুরের পঙক্তি
তাছাড়া শুধু হর্ণ আর আবছা রঙের নিশ্বাসে নাবাল গড়িয়ে যায় অন্তর্যামী
স্পর্শ এডাপ্ট করে চলে যাচ্ছে চলাচল ; আলু থালু বাতাস বয়
তার ভবিষ্যতের আঙিনায় কতটা কেঁদেছি সাইনবোর্ড ?
সাদাকালো পূর্বাভাসের কী আকুল আকাঙ্খা : বাজো হে দীর্ঘ ,
ধারাবাহিক শব্দ ও সুরে ক্ষত বসন্তের ডকুমেন্টারি
হাসি কান্নায় দ্রবীভূত বাস্পেরা হাতড়াতে থাকে নিয়তি অথবা রিয়েলিটি