দৃষ্টি
মুখোশের ভেতর থেকে বেরিয়ে আসতে চায় বালি হাঁসের বিষাদ
বিশুদ্ধ বাতাসের জন্মতিথি ভূলে যে সময় তারা লেদাপোকার প্রহর গুনতো সেখানেই গতকালের কবিতা – একটা ফাঁকা জলায় এক ঝাঁক জলপোকার জলকেলি –
বিবাগী ব্যথার উপসমে পৃথিবীর নাভিশব্দ - চিরকাল ফুলের বাগান ; কোথাও শীত নেই
এভাবে আমরা আামাদের পাশাপাশি
কীটনাশকের কুয়াশায় মাটির দ্বন্দ্ব , আকাশের জলে টকস্বাদ , প্রখর যন্ত্রণায় আলপথের আলোর ফোঁটাগুলি ব্যাক্তিগত , রহস্য থেকে মেলে দেয় কামনার ডালপালা – রোদের বিপন্নতায় বেদমন্ত্র সমর্পণ –
দেখতে দেখতে পায়ের নখরগুলি নিজেকে নিঃশেষ করার জন্য নিরপেক্ষ হয়ে ওঠে