লক্ষ্মীকান্ত মণ্ডল
দিগন্তরেখা

এত যে ধ্রুবচোখ  - নাম কী শান্তি না অপার

চিতানদীর মোহনায় দাহ জ্বলে অশেষ
বারবার কায়া মিশে যায় অর্বাচীন

সেই শূন্যতায় শুকনো মাঠের কোলে সাদাবক
সম্পর্কে সমস্ত ওমধ্বনি আচ্ছন্ন আলোকরেখায়
অথবা আরো চায় মধ্যরাত -

কাছে বসে প্রতিপল চাঁদের ওজন
পিছিয়ে যায় অনুকার পরিধির দিগন্তরেখা
অন্তরাল আর নীরবতা ছুঁয়ে যায় কেবল

কাছে থাকি স্মৃতিতন্তুকাল