দংশন ও নিরাময়
লক্ষ্মীকান্ত মণ্ডল

ঠোঁটের কালো তিলের বাইরে একরাশ সাদাফুলের রাতপথ
বাড়ি থেকে বেরিয়ে আসি সেই তীব্র সুগন্ধে, তারপর শিরদাঁড়া
অসাড় করে ভেসে যেতে থাকি আকাশ পাখির কম্পনে, কোন
ইচ্ছা নেই চুম্বনের– নিরাময় চায় দংশনে, আকাশের
শুক্লপক্ষ নিয়ে উঁকি দিয়ে যায় মাধুকরী খিদে, আমি তরঙ্গ বাঁধি
সেই মাটিতৃষ্ণার নির্বাক উর্বরতায়


মৃত্যুর জন্য যা যা পাওয়া যায় নি এখনও সেই সব বসন্তকাল
লাবণ্য খুঁজছে যৌবন নামক মানব, আঙুল দিয়ে লিখে চলেছে
ব্রহ্মাণ্ডের ঋতুমতী নিঃসঙ্গতা, এই ভয়ে দূরত্বের কাছে দিকে
এগিয়ে যেতে থাকি – পানকৌড়ি ডুব দেয়, আমার বুকে গুগলি,
ঠোঁটের আঘাত নিতেই ডুবে থাকতে চাই পাঁকের শীতল নাভিতে –


কাছের অন্ধকারে জলের ছায়া পড়ে. , চলো, একটা বিকেল উষ্ণতায়
মিশে যাই মকুল সৃষ্টির গান গেয়ে --