চৌকাঠ ছেড়েছে তরঙ্গরা
অবসর নেই , তবুও মেঘলা দুপুরের ভিতর দিয়ে
চলে যায় বিষন্নতা । অথচ শুকনো বাঁশপাতায়
তখনও লেগে আছে শিশির, ঝাড়ু দিতে চেয়ে
দহনের এক পর্বে চিবুক ছুঁয়ে দেয় রোদ –
অনিবার্য এই বেড়ে ওঠা পথের ধারে অপাপ সুর,
কোন নিশ্চয়তা নেই - কেবল মুঠো ভর্তি পার্থিব ঘাম
সারাদিন এক ঝলক আগুনের জন্য বিহ্বল , অতীত থেকে
ভাসতে ভাসতে সীমানা ছিঁড়তে থাকে অপরাজিতার তরঙ্গ --