বিষুব বর্ণের কুটির
লক্ষ্মীকান্ত মণ্ডল
মানতে পারিনি প্রাপ্তির নির্গত শ্বাস - কালো বৃত্তে ঘেরা
স্বপ্নের ভিতর প্রস্থানপথ দেখা যায় - কা কা ডেকে উঠা
ভোরে হাঁটতে থাকলে দিগন্তরেখায় তখনও ঘুমের ঘোর ;
সুচিপত্র লেখা হয়নি ধ্যান-মগ্নতার - ভায়োলিনে আক্রান্ত
ধরা ; ধরিত্রী ।
প্রলম্বিত শ্বাস নিতে নিতে ভাবি - এপথের জমাট জলে
কীট নাশকতার কথা ; তারপর জতুগৃহ । এ পলায়নের
নাম কী হতে পারে?
মনে করুন কবিতার নাম হাড়িকাট । তা শুনেই ইরোটিক
পৃষ্ঠা উল্টে চলে জীর্ণ লোহার জং ; ঐতিহাসিক আবহাওয়ায়
মৃত দানবের নতমুখ - চিবুক ছুঁয়ে যায় বিলডাঙার সাপ -
এরপর পটচালাহীন যে ঘর, তার দরজায় সরাসরি রোদ ।
একাকী হাওয়ায় প্রগাঢ় পিপাসা - দাঁড়িয়ে থাকি,
শিকলে চাবি দিয়ে চলে গেছে হরিকাকা -