ভ্যাকুয়াম
লক্ষ্মীকান্ত মণ্ডল


এই নৌকায় কোন মানুষ নেই  - পৃথিবীর আর্ত স্বরে  সন্ধ্যার গাঢ রং  
বিস্তারিত অধিকার নিয়ে বেরিয়ে আসে ক্ষতচিহ্নেরা - লুকানো পতনের উচ্চতায় অস্ত আকাশের দিগন্তরেখা  - ক্রোধের আকার কতদূর ,  বেচারি ভগীরথ - পেছন ফিরে দেখো - দূষিত গঙ্গার  তরঙ্গে বাজে মৃত্যুর কোলাহল

তুমুল স্খলনে পাখির কূজন বন্ধ করেও  সুনির্দিষ্ট পথ জানা নেই   - বৃশ্চিক আঁচড়ে লেখা  শিরোনাম হীন কয়েকটা পর্বে বায়ো ওয়েপুনস  - বাড়ির দিকে হেঁটে আসা কাতর জীবনগুলোয় কয়েকটা ইন্টার স্পেশ

এখন আমি যা লিখতে পারি  তার কোন অশ্রু নেই  - চোখের সামনে ঝুলিয়ে দিয়েছে আঠারো রাত শেষের  কুরুক্ষেত্র  -
আয়ুর কোন কিনারে আবেগঋতুর দেশ ? কত ফুল ঝরে গেছে -  রক্তে রক্তে সাদা জোয়ার  - পাশে মহাকাল নিশ্বাস

এ পর্বে বলতে পারি  এ জীবন কারো নয়  - আমারও কি সূর্যালোক আছে - দরজার এপারে দাঁড়িয়ে দেখছি নিজের ঘর  -
জানালা থেকে দূর-অন্ধকার আকাশ  - জ্বলজ্বলে লুব্ধক দেখা যায় -