অর্গান বেজে উঠছে আবার  

লক্ষ্মীকান্ত মণ্ডল  


হাঁড়ি থেকে গরম ভাতের গন্ধ উড়তেই গাছের মাথায়
থমকে গেল মেঘ - সবুজ পাতায় আকাশের ঝমঝম  

তবে যে পাতা ঝরা দেখাচ্ছিল শীতকাল , বসন্তদিনের
ওষ্ঠে মাখিয়ে দিয়েছিল সায়ানাইডের রং - তবে যে
বিষুবরেখা থেকে উড়ে আসছিল হেমলকের পাত্র -
এবার তবে বৃষ্টি নামবে  

দিগন্তের  পাড় ঘিরে হারমোনিকার সুর  - উঠোনের
নয়নতারায় বিন্দুবিন্দু শ্বাস - থরথর হাত বাড়ায় গহ্বর থেকে বেরিয়ে আসা আকুল মর্মর  -
অশ্রুসংহিতায় আজ ফুটেছ সাদা গন্ধরাজ

ভাত ফুটে, চৌকাঠ পেরিয়ে আসে সর্বংসহা ; অনুপ্রাস হৃদয়    
অক্ষাংশ-দ্রাঘিমাংশে আঁচল ওড়ে  ; অন্তরার  -