অনঙ্গ
লক্ষ্মীকান্ত মণ্ডল

পাতাঝরার আঘাত নিয়ে ভেসে আসে অনঙ্গ সঙ্গীত  
প্রতিবর্ত হৃৎস্পন্দনে কত না-সম্পর্ক
অপেক্ষা হারায় কোথায়—তাকায় পাখিরাও

চলে যান তিনিও
ভূমির সমান্তরাল আর নিসর্গ নিশ্বাস
যাত্রাপথে বেজে ওঠে  নীল সেমিকোলন

চিৎশোয়া মহাকাশ নিয়ে আঁকিনি কিছুই
টেরাকোটা পেন্সিলে অডিও ভিসুয়্যাল জন্মদৈর্ঘ্য
খয়েরি ইচ্ছায় বসে থাকি প্রার্থনা আশ্রয়  

তীর্যক রোদ্দুরে এলোমেলো ছায়াপথ