এই জঙ্গলের ভিতর
লক্ষ্মীকান্ত মণ্ডল
এই জঙ্গলের ভিতর আমাকে দেখলে
আশ্চর্য হবে কোন মানুষ
একা একা কাদা জল ছিটিয়ে মাটি মাখা কোন মানুষ মানুষ না
ভুতভৌরির ঠোঁটে ঠেকিয়ে কাঁদতে থাকা কোন মানুষ
মানুষ না
লম্বা লম্বা গাছের মাথার দিকে তাকিয়ে কোন মানুষ
মানুষ না
ডোবার মাঝে ব্যাঙের শিৎকারে তোলপাড় ঘোলাজল
সোঁদা গন্ধের গায়ে নির্মল মিলন ছাপ - এক প্রহর বর্ষা হয়ে গেছে -
ঢুকে পড়েছি ভিন রাজের পুরুষ আর
নিপাট রমনীর পরকীয়ার পাশ দিয়ে আঙুল ধরেছি কানফাটা ঝিঁঝিঁর
খালের ওপারে ছুটে যায় যে দেশ সেখানে ছোপ ছোপ ধর্ষণ
ইচ্ছের বিরুদ্ধে সেখানে উড়ছে ফ্যাকাসে পতাকা
বিভিন্ন রঙের বাঁকের পর সর্গের সিঁড়ি বাঁধতে রাবণেরা বিদ্ধ মৃত্যুবাণে
এই আমি এসেছি অলীক হৃদয়
রাতগুলো মুছে ফেলি জঙ্গলের শীতলতায়