আজ বর্ষা হোক
  
ডেকে উঠছে হা ট্টি ট্টি , ঝমঝমিয়ে রাত নামছে এ লাবণ্যরেখায় । অন্ধকারের সুর দেওয়া  টানা শব্দের রাইচকের মাঠ , একটা মাথুরের  ধ্বনি মাথার ভিতর থেকে বেরিয়ে যেতে চায় নিঃশব্দের দিকে - সেও হাত বাড়ায় ভাসমান অলক্ষ্যে  -  

দূরত্ব কমাতে চায় আকাশের ঘনায়মান সংকেত  - তার ভেতরেই লুকিয়ে আছে ভিজে যাওয়ার আর্তস্বর  -  মুঠো মুঠো বাতাসের প্রাণের জন্মে এই তোমার অবশিষ্ট ভুমিকা  -  

পাশ দিয়ে লাফিয়ে চলে যায় কালচিতি, এত নিঃশব্দে , এত গোপনে - জোয়ার ভাটায় , সকালে সন্ধ্যায়  আত্মহত্যার দিকচিহ্নহীনে  -   সেখানে  গড়ে উঠছে এক একটা কোশের মতো এক একটা ইট, সেই ঠিকানায়  বেহালা  এবং নিরো ।  

আজ সব মেনে নেব  - বাসক বনের থেকে নেব দমকা বাতাস ,  শুধু আর্ত পুরুষকে ঘিরে আজ বর্ষা হোক ।  মাত্র একবার তার ফাটলে ফুটে উঠুক দরদি ফুল  -