আমি ৭১'র বিজয় দেখিনি
দেখেছি তার উচ্ছ্বাস।
যার গন্ধ ছড়িয়ে ছিটিয়ে
বাংলার মাটি-আকাশ-বাতাস।।
আমি ৭১'র স্বাধীনতা দেখিনি
শুনেছি তার কাহিনী।
কতটা নির্মম নিষ্ঠুর ছিল
সেই পাক হানাদার বাহিনী।।
আমি দেখিনি ৫২'র আন্দোলন
কিন্তু পড়েছি ইতিহাসে।
মা-বোনের সেই চিৎকার
যেন এখনও কানে আসে।।
আমি দেখিনি ৪৭'র দেশভাগ
যতটুকু পেয়েছি বইয়ে।
ইংরেজদের মূল উৎপাটিত হয়েছিল
লক্ষ রক্তের বিনিময়ে।।
আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি
বিজয় আমার অহংকার।
দেশের জন্য ভাষার জন্য এত বলিদান
কোন দেশ তো পাবেনা আর।।