আজব দেশের আজব মানুষ
দেখেছি অনেক জনে।
বাহিরে দেখতে ফিটফাট হলেও
নির্দয় সে মনে।।
বাহির দেখে মন দিয়ে তারে
করলাম প্রেম নিবেদন।
বেশকিছু দিন প্রেম করে সে
হঠাৎ ভাঙ্গল কি কারন।।
অনেক দিন হয় প্রেমের আশে
ঘুরলাম তার পিছন পিছন।
ছুরে মারল সে অবশেষে
পচা ফুলের মতন।।
দেখা হবে না ঘোরা হবে না
শুধু ফোনেই কথা হবে।
এমন প্রেম করতে চাইনি আমি
যেখানে শর্তই প্রাধান্য পাবে।।
প্রেম তো হল মনের মিলন
দুটি মন হয় এক।
এমন প্রেমের প্রমান পাবে
ইতিহাসের পাতায় দেখ।।
জানি তুমি ভালই আছো
বুজলাম তোমার কথা শুনে।
তোমার তরে খুব কষ্টে আছি
বিরহে যাচ্ছি দিন গুনে।।